Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

চামড়ার পন্যের যত্ন |TAKE CARE OF YOUR PRODUCTS


চামড়ার পন্যে বাড়তি যত্ন

BANGLADESH FASHION ARCHIVE 

দেশজুড়ে লকডাউন এবং অনেক দিন ব্যাবহার না করার কারণে, সাথে  বর্ষা  মৌসুমে আর্দ্রতা চামড়ার পন্য  খারাপ হয়ে যেতে পারে এই সময়ে চামড়ার পন্যে  একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। সঠিক যত্ন আর  ব্যবহারে না করার কারনে  চামড়ার পণ্যের চাকচিক্য ভাব অনেকটা কমে যায়। একটু যত্ন নিলেই অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আপনার শখেরপন্য


চামড়ার পন্যে বাড়তি যত্ন

১ . অনেকদিন ব্যবহার না করার কারনে চামড়ার জিনিসের উপর এক ধরনের সাদা প্রলেপ পড়তে পারে । যাকে ফাঙ্গাস/ছত্রাক বলা হয়। ফাঙ্গাস উঠানোর জন্য হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন, এবং ভেজা অংশ ভালোমতো শুকিয়ে নিতে হবে । 

২. শুকানোর ক্ষেত্রে হালকা রোদে দিতে পারেন , কয়েকদিন রোদ না উঠলে চুলার আগুনের তাপে শুকানো যেতে পারে অথবা পাখার বাতাসে শুকাতে পারেন ।


৩. শুকিয়ে চামড়ার পণ্যে হালকা তেল ব্যবহার করতে পারেন । চামড়ার পণ্যে তেল ব্যবহার এর ক্ষেত্রে নারিকেল বা অলিভ অয়েল হালকা করে ব্যবহার করতে পারেন । ট্যানারির ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকে ।

৪. তেল ছাড়াও এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। ট্যানারির লোকজন একে ‘ইয়াম’ বলে। এই কেমিক্যাল হালকা করে যে কোনো চামড়ার পণ্যের উপর ঘষলে সেটা চকচকে হয়। এক-দুই মাস অন্তর ব্যবহার করলে চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট ভালো থাকে।

৫. যদি অনেক দিন পড়া না হয় তাহলে জুতার ক্ষেত্রে নিউজপ্রিন্ট কাগজ, জুতার ভেতর দলা পাকিয়ে ভরে রাখুন ও বাইরে দিয়ে মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট বর্ষার আর্দ্রতা শুষে নিবে।


৬. ব্যাগে কিংবা জুতায় সিলিকন জেল, অথবা নিম পাতাও রাখতে পারেন। 

৭. প্লাস্টিকের পাত্রে আপনার চামড়ার জিনিস রাখবেন না 

৮. চামড়ার পন্য গুলো যে শুকনো জায়গায় রাখছেন তা সম্পূর্ণ নিশ্চিত করুন 

৯. চেষ্টা করুন খোলামেলা জয়গায় রাখতে ।


যে সব জিনিস এড়িয়ে চলতে হবে


১. চামড়ার পন্য শুকানোর জন্য কোনো ভাবে সরাসরি তাপ ব্যবহার করা যাবে না । অতিরিক্ত তাপ আপনার সখের জিনিস ঝুঁকিতে ফেলতে পারে ।

২. তেল বা ইয়াম ব্যবহার এর সময় জোড়ে ঘষা যাবে না , তাতে রং কিংবা চামড়ার উপরি ভাগে নষ্ট হয়ে যেতে পারে ।

৩. অনেক দিন ব্যবহার না করায় যদি চামড়ার উপরিভাগ নষ্ট হয়ে যায় কৃত্রিম কেমিক্যাল দিয়ে ঠিক করতে যাবেন না । নষ্ট চামড়া ঠিক করা যায় না ।

৪. জুতা যদি বারবার ভিজে তাহলে একমাসের মধ্যে চামড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে। তাই ভেজা মৌসুমে চামড়ার জুতা না পরাই ভালো।


যত্নে থাকুক আপনার শখের পন্যটি




#leather #bag #shoes #dry #moonsoon #aftercorona #covid #fashion #trend #ethnic #tradition  #culture  #bangaldesh #bangaldeshfashionarchive #বাংলাদেশ #fashionarchive #archive #BFA #FXYZ


Post a Comment

0 Comments